Islamic News BD - The Lesson of Peace
শুধুই ক্ষুধার্ত থাকা ও রাতজাগা
রবিবার, ০২ এপ্রিল ২০২৩ ১৯:০৭ অপরাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace


আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, এমন রোজাদার আছে যারা তাদের রোজা দ্বারা ‘ক্ষুধার্ত থাকা ছাড়া’ আর কোনো ফল লাভ করতে পারে না। এমন অনেক কিয়ামরত (রাতে ইবাদতকারী) ব্যক্তি আছে যাদের রাতে ইবাদত রাতজাগা ছাড়া আর কোনো ফল আনতে পারে না।
-ইবনে মাজাহ-১৬৯১, দারিমি-২৭৬২, মিশকাতুল মাসাবিহ-২০১৪