হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন দোয়া করে, তখন সে যেন এটা না বলে, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও যদি তুমি চাও। বরং সে যেন দৃঢ়চিত্তে ও পূর্ণ আগ্রহের সাথে দোয়া করে। কেননা কোনো কিছু দান করতে আল্লাহর অসাধ্য কোনো কিছু নেই। -মুসলিম-২৬৭৯, মিশকাতুল মাসাবিহ-২২২৬