বিশ্ব জাহানের একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহতায়ালা ইসলামী আকীদার পরিচয় এবং দীনের মৌলিক ভিত্তিসৌদি আরবে ইসলামী যুগের দুর্লভ মুদ্রামুমিনকে কুফরের অপবাদ দেওয়া জঘন্যফরজ নামাজ আদায়ের স্থান মসজিদ
No icon

হজ ও ওমরাহর ইহরাম

আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, বিদায় হজের বছর আমরা নবী সা:-এর সাথে বের হই। আমাদের মধ্যে কেউ কেবল ওমরাহর ইহরাম বাঁধলেন, আর কেউ হজ ও ওমরাহ উভয়টির ইহরাম বাঁধলেন। আর কেউ শুধু হজের ইহরাম বাঁধলেন এবং আল্লাহর রাসূল সা: শুধু  হজের জন্য ইহরাম বাঁধলেন। যারা কেবল হজ বা একসাথে হজ ও ওমরাহর ইহরাম বেঁধেছিলেন তাদের একজনও কোরবানি দিনের আগে ইহরাম খোলেননি।
-সহিহ বুখারি-১৫৬২