কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

হজ ও ওমরাহর ইহরাম

আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, বিদায় হজের বছর আমরা নবী সা:-এর সাথে বের হই। আমাদের মধ্যে কেউ কেবল ওমরাহর ইহরাম বাঁধলেন, আর কেউ হজ ও ওমরাহ উভয়টির ইহরাম বাঁধলেন। আর কেউ শুধু হজের ইহরাম বাঁধলেন এবং আল্লাহর রাসূল সা: শুধু  হজের জন্য ইহরাম বাঁধলেন। যারা কেবল হজ বা একসাথে হজ ও ওমরাহর ইহরাম বেঁধেছিলেন তাদের একজনও কোরবানি দিনের আগে ইহরাম খোলেননি।
-সহিহ বুখারি-১৫৬২