শান্তির সমাজ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বলেই অপরাধ দমনে ইসলামের অবস্থান কঠোরতম : ‘আল্লাহর বিধান কার্যকরকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদের প্রভাবিত না করে, তোমরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও।’ (সুরা : নুর, আয়াত : ২)
আয়েশা রা: থেকে বর্ণিত- নবী সা: আয়েশা রা:-এর সাথে তার ভাই আবদুর রহমান রা:-কে প্রেরণ করেন। তিনি আয়েশা রা:-কে তানঈম নামক স্থান থেকে ছোট একটি হাওদায় বসিয়ে ওমরাহ করতে নিয়ে যান। ওমর রা: বলেন, তোমরা
আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘তোমরা দয়া করো, তোমাদেরকেও দয়া করা হবে। তোমরা ক্ষমা করো, তোমাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন। সর্বনাশ তাদের যারা কথা ভুলে যায় এবং ধ্বংস তাদের জন্য
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী এক দিন এক রাতের দূরত্ব সফর করা বৈধ নয়।’
বুখারি-১০৮৮, মুসলিম-১৩৩৯, তিরমিজি-১০৭০,