আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইলমআগামীকাল রবিবার ভোরে বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে এ বছর প্রথম ফ্লাইটটি উড়বেবাকশক্তি আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত২০২৪ সালে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী মারাকেশএকজন হজযাত্রী ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন
No icon

আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইলম


আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, যে ইলম বা জ্ঞান দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কেউ সে জ্ঞান পার্থিব স্বার্থোদ্ধারের অভিপ্রায়ে অর্জন করলে কিয়ামতের দিন জান্নাতের সুঘ্রাণও পাবে না।
- আহমাদ-৮২৫২, আবু দাউদ-৩৬৬৪, মিশকাতুল মাসাবিহ-২২৭