ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফএ বছর পবিত্র হজের খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদজুলুমকারীদের জন্য আখেরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে
No icon

প্রাপ্য আল্লাহর কাছে চাওয়া


ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত- নবী সা: বলেছেন, শিগগিরই স্বজনপ্রীতির বিস্তৃতি ঘটবে এবং এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করতে পারবে না। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল! ওই অবস্থায় আমাদের কী করতে বলেন? নবী সা: বললেন, তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে আর তোমাদের প্রাপ্য আল্লাহর কাছে চাইবে।
-(বুখারি-৩৬০৩, মুসলিম-১৮৪৩) আল লুলু ওয়াল মারজান-১২০৯