২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

প্রাপ্য আল্লাহর কাছে চাওয়া


ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত- নবী সা: বলেছেন, শিগগিরই স্বজনপ্রীতির বিস্তৃতি ঘটবে এবং এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করতে পারবে না। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল! ওই অবস্থায় আমাদের কী করতে বলেন? নবী সা: বললেন, তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে আর তোমাদের প্রাপ্য আল্লাহর কাছে চাইবে।
-(বুখারি-৩৬০৩, মুসলিম-১৮৪৩) আল লুলু ওয়াল মারজান-১২০৯