যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

প্রাপ্য আল্লাহর কাছে চাওয়া


ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত- নবী সা: বলেছেন, শিগগিরই স্বজনপ্রীতির বিস্তৃতি ঘটবে এবং এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করতে পারবে না। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল! ওই অবস্থায় আমাদের কী করতে বলেন? নবী সা: বললেন, তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে আর তোমাদের প্রাপ্য আল্লাহর কাছে চাইবে।
-(বুখারি-৩৬০৩, মুসলিম-১৮৪৩) আল লুলু ওয়াল মারজান-১২০৯