ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের জড়িয়ে ধরলেন ফারহানআগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত
No icon

প্রাপ্য আল্লাহর কাছে চাওয়া


ইবনে মাসউদ রা: থেকে বর্ণিত- নবী সা: বলেছেন, শিগগিরই স্বজনপ্রীতির বিস্তৃতি ঘটবে এবং এমন ব্যাপার ঘটবে যা তোমরা পছন্দ করতে পারবে না। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসূল! ওই অবস্থায় আমাদের কী করতে বলেন? নবী সা: বললেন, তোমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে আর তোমাদের প্রাপ্য আল্লাহর কাছে চাইবে।
-(বুখারি-৩৬০৩, মুসলিম-১৮৪৩) আল লুলু ওয়াল মারজান-১২০৯