ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের জড়িয়ে ধরলেন ফারহানআগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত
No icon

বিয়ের অনুষ্ঠানে দেওয়া উপহারের মালিক কে হবে?

বিয়ে বা এ রকম অনুষ্ঠানগুলোতে যেসব উপহার মানুষ দেয়, তা যদি নির্দিষ্ট কাউকে দেওয়া হয়েছে বলে বোঝা যায় বা উপহারদাতা নির্দিষ্ট কারো নাম বলে দেয় তাহলে ওই উপহারের মালিক বলে সে-ই হবে। যেমন উপহারদাতা যদি বিয়ের বর বা কনের নাম বলে দেয় অথবা এমন কিছু দেয়, যা তাদের একান্ত ব্যবহার্য জিনিস, তাহলে ওই উপহারের মালিক বর বা কনে হবে এবং তা ওই ব্যক্তির অনুমতি ছাড়া অন্য কারো নেওয়া বৈধ হবে না।যদি অর্থ বা সাধারণ ব্যবহার্য জিনিসপত্র উপহার হিসেবে আসে, তাহলে সেগুলোর মালিকানা ওই সমাজের প্রচলন অনুযায়ী নির্ধারিত হবে। সমাজের প্রচলন যদি এমন হয় যে নির্দিষ্ট কারো কথা উল্লেখ করা ছাড়া যে অর্থ বা উপহার দেওয়া হয়, তা অনুষ্ঠানের আয়োজকদের দেওয়া হয়, তাহলে তারাই সেগুলোর মালিক বিবেচিত হবে। তারা নিজেদের ইচ্ছে মতো যাকে ইচ্ছা দিতে পারবে বা নিজেরাও রাখতে পারবে। যদি এ রকম উপহার নতুন দম্পতিকে দেওয়ার প্রচলন থাকে, তাহলে তারাই মালিক হবে।