২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

দাতার হাত ভিক্ষুকের হাত থেকে উত্তম


হজরত ইবনে উমার রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: মিম্বারের ওপর দাঁড়িয়ে সদকাহ এবং (মানুষের কাছে) হাত পাতা থেকে বিরত থাকার বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতা আর নিচের হাত গ্রহীতা (ভিক্ষুক)।
-(বুখারি-১৪২৯, মুসলিম-১০৩৩, মিশকাতুল মাসাবিহ-১৮৪৩)