কোরআন ও হাদিসে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকারযে পদ্ধতিতে হজ করা উত্তম২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববী
No icon

কেয়ামতের দিন লাঞ্ছিত না হওয়ার দোয়া

দুনিয়ার দৃষ্টিনন্দন সব সুন্দর সৃষ্টিই একদিন ধ্বংসশীল। ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে; এমনকি তার ভয়াবহতাও কল্পনাতীত। কেয়ামতের কঠিন দিনে আল্লাহর কাছে যেন হেয় হতে না হয়, সে জন্য আল্লাহর কাছে বেশি বেশি এ দোয়াটি পড়ে সাহায্য প্রার্থনা করা-

رَبَّنَا وَ اٰتِنَا مَا وَعَدۡتَّنَا عَلٰی رُسُلِکَ وَ لَا تُخۡزِنَا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّکَ لَا تُخۡلِفُ الۡمِیۡعَادَ

উচ্চারণ: রাব্বানা ওয়া আতিনা মা ওয়া আত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ।

অর্থ: ‘হে আমাদের রব! আর আপনি আমাদের তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদের দিয়েছেন আপনার রাসুলগণের মাধ্যমে। আর কেয়ামতের দিনে আপনি আমাদের অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না। (সুরা আল-ইমরান: আয়াত ১৯৪)