সব প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার ওপর আল কিতাব (আল-কুরআন) নাজিল করেছেন এবং তাতে কোনো প্রকার বক্রতা-জটিলতা রাখেননি। তিনি এটিকে করেছেন সুষম-সুপ্রতিষ্ঠিত তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর যেসব মুমিন আমলে সালেহ করে এটি তাদের সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার (জান্নাত)। -সূরা আল কাহাফ, আয়াত : ১-২