বাংলাদেশে এই সময়ের অত্যন্ত সুপরিচিত ও প্রখ্যাত ইসলামি আলোচক, লেখক ও সমাজকর্মী শায়খ আহমাদুল্লাহ। তিনি আলোচিত জনসেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব। একাধিক ইসলামি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথেও যুক্ত রয়েছেন।ফেসবুক ও ইউটিউবে ইসলাম নিয়ে আলোচনা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। এ ছাড়া ইসলাম বিষয়ে তার সহজবোধ্য লেখাও পাঠকের হৃদয় স্পর্শ করে। তার লেখা বইগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। জাতীয় ও দীনি গুরুত্বপূর্ণ বিষয়ে ফেসবুকেও তিনি লেখালেখি করেন।
সোমবার (১৩ জানুয়ারি) বান্দার প্রতি আল্লাহর রহমত ও দয়া নিয়ে হৃদয়স্পর্শী ভাষায় একটি পোস্ট দিয়েছেন তিনি যা হয়ত আল্লাহর অনেক বান্দার অন্তর থেকে নৈরাশ্যের অন্ধকার দূর করে আশার আলো জ্বালিয়ে দিতে পারে।আমরা এখানে তার পুরো ফেসবুক পোস্টটি তুলে ধরছি। শায়েখ আহমাদুল্লাহ লিখেছেন:আল্লাহ খুব দূরের সত্তা, তাকে সহজে কাছে পাওয়া যায় না, এ রকম একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে।
আসলেই কি আল্লাহ দূরের সত্তা?
মহান আল্লাহ কোরআনে বলেছেন, আর আমি তার গলার ধমনি হতেও অধিক নিকটে (সুরা কাফ: ১৬)।
হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, কেউ যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে একহাত এগিয়ে যাই। কেউ আমার দিকে একহাত এগিয়ে এলে আমি তার দিকে দুইহাত এগিয়ে যাই। আর কেউ আমার দিকে হেঁটে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই।আপনি হাঁটা শুরু করলে যে সত্তা আপনার দিকে দৌড়ে আসেন, তিনি কি পর হতে পারেন?
আল্লাহ রহমত বা দয়া সৃষ্টি করে সেটাকে দুই ভাগে ভাগ করেছেন। একদিকে রেখেছেন ৯৯ ভাগ আর অন্যদিকে রেখেছেন ১ ভাগ। এই একভাগ ভালোবাসা তিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র সৃষ্টিকুলের মধ্যে বণ্টন করে দিয়েছেন।একভাগ দয়ার ক্ষুদ্র একটি অংশ পেয়ে আমরা আমাদের সন্তানদের কত ভালোবাসি! এই একভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে হিংস্র বাঘিনী তার শাবককে দুধপান করায়।এই একভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে সন্তানদের পৃথিবীতে আনতে গিয়ে মাকড়সা নিজের জীবনকে বিসর্জন দেয়।এই একভাগ ভালোবাসার একটি ক্ষুদ্রাংশ পেয়ে একটি মুরগি প্রবল বৃষ্টিতে ভিজেও ছানাদের বুকের নিচে আগলে রাখে।
তাহলে বাকি নিরানব্বই ভাগ দয়া যার কাছে সঞ্চিত আছে, সৃষ্টির প্রতি তার মমতা কতখানি হতে পারে?
আল্লাহ পর নন, তিনি আমাদের বড় আপন। তিনি শুধু চান, কখন আমরা তাকে ডাকব।তাকে হৃদয় থেকে ডাকুন, তার উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন। আর চলার পথে যিনি আল্লাহকে অনুভব করার গুণ অর্জন করে ফেলেন, পৃথিবীর কোনো দুঃখতাপ তাকে বিচলিত করতে পারে না।”আল্লাহর আমাদেরকে আল্লাহর রহমত ও নৈকট্য অনুভব করার, আল্লাহর পথে জীবন পরিচালনা করার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তওফিক দিন, আমিন!