স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্তআল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে হোটেল-রিসোর্ট বানাচ্ছে মিসরইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাকঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া
No icon

শয়তান যাদের ওপর কর্তৃত্ব খাটায়

তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে। যারা ঈমান আনে এবং তাদের প্রভুর ওপর তাওয়াক্কুল করে তাদের ওপর তার (শয়তানের) কোনো কর্তৃত্ব নেই। সে তো কর্তৃত্ব খাটায় কেবল তাদের ওপর, যারা তাকে অলি (অভিভাবক) বানিয়ে নিয়েছে এবং যারা মুশরিক।
সূরা আন নাহল, আয়াত : ৯৮-১০০