হজের খরচ কমালো ১১ হাজার টাকারমজানে ইসরাইলের খেজুর বয়কটের আহ্বান ব্রিটেনে বিগত জীবনের সব গুনাহ মাফ হয় যে আমলেহালাল উপার্জন ও হারাম বর্জনমানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুমিনের কাজ
No icon

শয়তান যাদের ওপর কর্তৃত্ব খাটায়

তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে। যারা ঈমান আনে এবং তাদের প্রভুর ওপর তাওয়াক্কুল করে তাদের ওপর তার (শয়তানের) কোনো কর্তৃত্ব নেই। সে তো কর্তৃত্ব খাটায় কেবল তাদের ওপর, যারা তাকে অলি (অভিভাবক) বানিয়ে নিয়েছে এবং যারা মুশরিক।
সূরা আন নাহল, আয়াত : ৯৮-১০০