বলো, হে আল্লাহ! সব কর্তৃত্বের মালিক তুমি। যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা তুমি ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত ও হেয় করো। সব কল্যাণ তোমারই হাতে। নিঃসন্দেহে তুমি সব বিষয়ে সর্বশক্তিমান।
-সূরা আলে ইমরান, আয়াত-২৬