যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

দান করে দুঃখ দেয়ার চেয়ে যা উত্তম

যারা নিজেদের ধনসম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পর নিজেদের অনুগ্রহের কথা বলে বেড়ায় না, আর এর দ্বারা কারো মনেও কষ্ট দেয় না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। তাদের কোনো ভয়ও থাকবে না এবং দুঃখ বেদনাও থাকবে না। একটি সুন্দর কথা এবং ক্ষমা, দান করে দুঃখ দেয়ার চেয়ে উত্তম। মূলত, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সহনশীলতাই তাঁর গুণ।
-সূরা আল বাকারাহ, আয়াত : ২৬২-২৬৩