হজের খরচ কমালো ১১ হাজার টাকারমজানে ইসরাইলের খেজুর বয়কটের আহ্বান ব্রিটেনে বিগত জীবনের সব গুনাহ মাফ হয় যে আমলেহালাল উপার্জন ও হারাম বর্জনমানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুমিনের কাজ
No icon

মাহরামের সঙ্গ ছাড়া সফর করা

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী এক দিন এক রাতের দূরত্ব সফর করা বৈধ নয়।’
বুখারি-১০৮৮, মুসলিম-১৩৩৯, তিরমিজি-১০৭০, আবু দাউদ-১৭২৩