 
                                                                জিলহজ মাসের প্রথম ১০ দিন মুসলিম জীবনে এক অপূর্ব আধ্যাত্মিক সময়। মহান আল্লাহ এই দিনগুলোকে বিশেষ মর্যাদা দান করেছেন, যখন সৎকর্মের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়। রাসুল (সা.) বলেছেন, ‘এমন কোনো দিন নেই, যেদিন সৎকর্ম আল্লাহর কাছে এই দিনগুলোর (জিলহজের প্রথম ১০ দিন) তুলনায় বেশি প্রিয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৯৬৯)
দিনগুলো কেন এত বিশেষ
জিলহজের প্রথম ১০ দিনের মর্যাদা বহুমুখী। প্রথমত, এই সময়ে ইসলাম ধর্মের পূর্ণতা লাভ করে। পবিত্র কোরআনে আছে, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করে দিয়েছি, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের দীন হিসেবে মনোনীত করেছি।’ (সুরা মায়িদা, আয়াত: ৩)
দ্বিতীয়ত, ইমাম ইবনে হাজার (রহ.) বলেন, এই দিনগুলোয় ইসলামের পাঁচটি স্তম্ভ—শাহাদাত, নামাজ, রোজা, হজ ও জাকাত একত্র হয়, যা অন্য কোনো সময়ে এভাবে মিলিত হয় না। এই দিনগুলোয় হজের মতো মহান ইবাদত পালিত হয়, যা মুসলিম জাতির ঐক্য ও ত্যাগের প্রতীক।


 
                                             
                                             
                                        