তুরস্কে পড়াশোনা করতে এসে মুসলিমদের আচরণে মুগ্ধ ওলেনা তসকুনোভা আকদাস নামে ইউক্রেনের এক তরুণী। অতঃপর ইসলাম বিষয়ক দীর্ঘ পড়াশোনা শেষে তিনি কালেমা শাহাদাহ পাঠ করেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে রায়ান রাখেন। এ সময় তাকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেওয়া হয়।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, কয়েক বছর আগে ২৬ বছর বয়সী এ তরুণী এক্সচেঞ্জ প্রগ্রামের আওতায় তুরস্কে পড়তে আসেন। এরপর তুরস্কের পশ্চিমাঞ্চলীয় উশাক শহরের বাসিন্দা উমরের সঙ্গে তার বিয়ে হয়। স্থানীয় দারুল ইফতা বিভাগে ইসলাম গ্রহণের পর রায়ানকে দায়িত্বশীল মুফতির পক্ষ থেকে পবিত্র কোরআনের একটি কপি উপহার দেওয়া হয়।
এদিকে ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে সহিহ বুখারির হাদিস পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে ইসলাম গ্রহণ করেন এক রুশ পর্যটক। তিনি হাদিসের কথা শুনে ইসলামের শিক্ষায় মুগ্ধ হন এবং সেই অনুষ্ঠানেই কালেমা শাহাদা পড়ে ইসলাম গ্রহণ করেন। এ সময় তার পরিবর্তন করে আহমদ রাখা হয়। টিআর এজেন্সির শেয়ার করা এক ভিডিওতে একজন শিক্ষকের মুখে মুখে তাকে শাহাদাহ পাঠ করতে দেখা যায়।
সূত্র : আনাদোলু এজেন্সি