তুরস্কে বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে কোরআন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ মিলানমেলায় দেশটির পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়া সোফিয়ায় তাদের আনন্দমুখর দৃশ্যের ছবি শেয়ার করে সবাই। এ সময় তাদের আল্লাহু আকবার ধ্বনি দিতে শোনা যায়। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, তুরস্কের শীর্ষ তরুণ সংগঠন তার্কিশ ইয়ুথ ফাউন্ডেশন পবিত্র কোরআন পড়ুয়া পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইস্তাম্বুল প্রদেশের ৩৯টি অঞ্চলের ২৩৭টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন। তুরস্কের প্রায় সব অঞ্চলের মসজিদগুলোতে কোরআন শিক্ষা কার্যক্রম রয়েছে। এতে শিক্ষার্থীরা কোরআন হিফজ, তাফসির, বিধি-বিধানসহ বিভিন্ন বিষয় শিখতে পারেন। মসজিদভিত্তিক কার্যক্রমের পাশাপাশি রয়েছে ইমাম হাতিফ স্কুল নামে বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে একাডেমিক পড়াশোনা সঙ্গে পবিত্র কোরআন হিফজ করার সুযোগ রয়েছে। এর তত্ত্বাবধানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এক হাজার ৬৭৩টি মাধ্যমিক স্কুলে ছয় লাখ ৬৭ হাজার শিক্ষার্থী পড়াশোন করেন।
সূত্র : আল-জাজিরা মুবাশির