২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

আয়া সোফিয়ায় পাঁচ হাজার কোরআন শিক্ষার্থীর মিলনমেলা

তুরস্কে বিখ্যাত আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে কোরআন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ মিলানমেলায় দেশটির পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়া সোফিয়ায় তাদের আনন্দমুখর দৃশ্যের ছবি শেয়ার করে সবাই। এ সময় তাদের আল্লাহু আকবার ধ্বনি দিতে শোনা যায়। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, তুরস্কের শীর্ষ তরুণ সংগঠন তার্কিশ ইয়ুথ ফাউন্ডেশন পবিত্র কোরআন পড়ুয়া পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইস্তাম্বুল প্রদেশের ৩৯টি অঞ্চলের ২৩৭টি মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।  তুরস্কের প্রায় সব অঞ্চলের মসজিদগুলোতে কোরআন শিক্ষা কার্যক্রম রয়েছে। এতে শিক্ষার্থীরা কোরআন হিফজ, তাফসির, বিধি-বিধানসহ বিভিন্ন বিষয় শিখতে পারেন। মসজিদভিত্তিক কার্যক্রমের পাশাপাশি রয়েছে ইমাম হাতিফ স্কুল নামে বিশেষায়িত প্রতিষ্ঠান। এখানে একাডেমিক পড়াশোনা সঙ্গে পবিত্র কোরআন হিফজ করার সুযোগ রয়েছে। এর তত্ত্বাবধানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এক হাজার ৬৭৩টি মাধ্যমিক স্কুলে ছয় লাখ ৬৭ হাজার শিক্ষার্থী পড়াশোন করেন। 

সূত্র : আল-জাজিরা মুবাশির