কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

মসজিদুল হারামে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন দীর্ঘকায় মুসল্লি, ভিডিও ভাইরাল

মসজিদুল হারামে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন একজন অতি দীর্ঘকায় মুসল্লি- এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  আল আরাবিয়া জানিয়েছে, এখন পর্যন্ত ওই মুসল্লির পরিচয় জানা যায়নি। তেবে চেহারা ও বেশভূষায় বোঝা যাচ্ছে- তিনি আফ্রিকা মহাদেশের কোনো রাষ্ট্রের নাগরিক হবেন। ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে ওই মুসল্লি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের একজন হতে পারেন। তার উচ্চতা আড়াই মিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাওয়াফের সময় অন্যদের মধ্যে অনন্য এবং বিশিষ্ট হওয়ার কারণে অসংখ্য মানুষ তাকে ভিডিও করে।