বিনা অপরাধে মু’মিনদের কষ্ট দেয়া পাপ
নিশ্চয়ই যারা আল্লাহ এবং তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদের লানত করেন এবং তাদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন অপমানজনক আজাব। যারা বিনা অপরাধে মু’মিন পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা নিজেদের ঘাড়ে বহন করে অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা। - সূরা আল আহজাব, আয়াত : ৫৭-৫৮