কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

মানুষের দৃষ্টি আকর্ষণে সালাতকে সুন্দর করা গোপন শিরক

মাহমুদ বিন লাবিদ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, একদা নবী সা: বের হয়ে এসে বললেন, হে লোক সকল! তোমরা গোপন শিরক থেকে সাবধান! তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! গোপন শিরক কী? তিনি বললেন,এক ব্যক্তি সালাতে দণ্ডায়মান হবে অতঃপর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইচ্ছাকৃতভাবে তার সালাতকে সুন্দর করবে। আর এটিই হলো গোপন শিরক। (ইবনু খুজায়মা সহিহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন) -সহিহ তারগিব ওয়াত তাহরিব : ৩১