আল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে হোটেল-রিসোর্ট বানাচ্ছে মিসরইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাকঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করে
No icon

মানুষের দৃষ্টি আকর্ষণে সালাতকে সুন্দর করা গোপন শিরক

মাহমুদ বিন লাবিদ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, একদা নবী সা: বের হয়ে এসে বললেন, হে লোক সকল! তোমরা গোপন শিরক থেকে সাবধান! তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! গোপন শিরক কী? তিনি বললেন,এক ব্যক্তি সালাতে দণ্ডায়মান হবে অতঃপর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইচ্ছাকৃতভাবে তার সালাতকে সুন্দর করবে। আর এটিই হলো গোপন শিরক। (ইবনু খুজায়মা সহিহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন) -সহিহ তারগিব ওয়াত তাহরিব : ৩১