নামাজ ফরজ ইবাদত। নামাজের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি কাজকে মুনাফিকের আলমত হিসেবে উল্লেখ করা হয়েছে। নামাজ পড়া সত্ত্বেও তা মুনাফিকের আলামত হিসেবে সাব্যস্ত। এই কাজ ৬টি কী?
মুমিনের আলামত হলো- নামাজ পড়া। রাত জেগে ইবাদত করা। দান-খয়রাত করা। কিন্তু নামাজ পড়া সত্ত্বেও অনেকের নাম মুনাফেকির কাতারে লিখিত হয়। তারা হলো-
১. অলসতাসহ নামাজে দাঁড়ানো।
২. মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ানো।
৩. নামাজকে বিলম্বে আদায় করা।
৪. তাড়াহুড়া করে নামাজ শেষ করা।
৫. নামাজে দোয়া-জিকির খুব সামান্য করা।
৬. জামাতে উপস্থিত না হওয়া।
মানুষের সামনে মনোযোগের সঙ্গে নামাজ আদায় করা। একা একা নামাজ আদায়ের সময় অমনোযোগী হওয়া এবং নামাজে তড়িগড়ি করা। মজলিসে আল্লাহকে স্মরণ করলেও নির্জনে তার রবকে ভুলে যাওয়া। এসবই মুনাফিকের আলামত।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত ছয় কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। নামাজ সম্পর্কিত এ বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করুন। আমিন।