২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

মধ্যরাতের পর ইশার নামাজ আদায়ের বিধান

কোনো বিশেষ অসুবিধা ছাড়া মধ্যরাতের পর ইশার নামাজ আদায় করা মাকরুহ। ইশার নামাজ রাতের প্রথম এক তৃতীয়াংশের মধ্যে আদায় করে নেওয়া উত্তম। প্রথম এক তৃতীয়াংশের মধ্যে পড়তে না পারলেও মধ্যরাতের আগে পড়ে নিলে তা মাকরুহ হবে না। মধ্যরাতের পর পর্যন্ত দেরি করা ঠিক নয়।আমাদের দেশে কখনো রাত এগারোটা, কখনো সাড়ে এগারোটার আগেই মধ্যরাত অতিবাহিত হয়ে যায়। এই সময়ের আগেই ইশার নামাজ আদায় করে নেওয়া উচিত।পশ্চিম আকাশের লাল আভা দূর হওয়ার পর আকাশ প্রান্তে যে সাদা আভা চোখে পড়ে তা বিলুপ্ত হওয়ার পর ইশার নামাজের সময় শুরু হয়। সুবহে সাদিকের আগ পর্যন্ত ইশার নামাজের সময় বাকি থাকে।