Islamic News BD - The Lesson of Peace
হালাল উপার্জন ও হারাম বর্জন
সোমবার, ০৬ মার্চ ২০২৩ ০১:০৪ পূর্বাহ্ন
Islamic News BD - The Lesson of Peace

Islamic News BD - The Lesson of Peace

হারাম জিনিসের চাষ, হারাম জিনিসের ব্যবসায় ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। এই হিসেবে কুকুর, শূকর, কুমিরের খামার, নেশাজাতীয় দ্রব্য যেমন- গাঁজা, মদের ব্যবসায় ইসলামে সম্পূর্ণ হারাম।
যৌতুক প্রথা : যৌতুক প্রথা জঘন্য অপরাধ। এটি কন্যাদায়গ্রস্ত ব্যক্তির প্রতি চরম জুলুম। সুতরাং যৌতুক হিসেবে নগদ টাকা কিংবা যেকোনো সম্পদ গ্রহণ ইসলাম কঠিনভাবে হারাম ঘোষণা করেছে। মহানবী সা: এ সম্পর্কে বলেন, ‘তোমরা তাদেরকে (নারীদেরকে) ধন-সম্পদের লোভে বিয়ে করো না, কেননা এটি তাকে অবাধ্য ও অনমনীয় বানাতে পারে; বরং তাদের দ্বীনদারি ও ধার্মিকতা দেখেই বিয়ে করবে।’ (বায়হাকি-১৩২৪৭)