কোরআন ও হাদিসে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকারযে পদ্ধতিতে হজ করা উত্তম২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববী
No icon

সচরাচর ব্যবহৃত নয়, এমন জিনিসের জাকাত দিতে হবে?

প্রশ্ন : আমাদের ঘরে এমন কিছু প্লেট-গ্লাস ও কাপড়-চোপড় আছে, যা সচরাচর ব্যবহার করা হয় না। কখনও মেহমান এলে তা ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। এভাবে বছরে ৩-৪ বার ব্যবহৃত হয়। এই প্লেট-গ্লাস ও কাপড়-চোপড়ের ওপর জাকাত আসবে কী?

উত্তর :আপনার প্রশ্নোক্ত সচরাচর ব্যবহৃত নয়, এমন জিনিসও ব্যবহৃত সামগ্রীর অন্তর্ভুক্ত। তাই এর ওপর কোনো জাকাত আসবে না।