ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাকঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফ
No icon

হজ ও ওমরাহর ইহরাম

আয়েশা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, বিদায় হজের বছর আমরা নবী সা:-এর সাথে বের হই। আমাদের মধ্যে কেউ কেবল ওমরাহর ইহরাম বাঁধলেন, আর কেউ হজ ও ওমরাহ উভয়টির ইহরাম বাঁধলেন। আর কেউ শুধু হজের ইহরাম বাঁধলেন এবং আল্লাহর রাসূল সা: শুধু  হজের জন্য ইহরাম বাঁধলেন। যারা কেবল হজ বা একসাথে হজ ও ওমরাহর ইহরাম বেঁধেছিলেন তাদের একজনও কোরবানি দিনের আগে ইহরাম খোলেননি।
-সহিহ বুখারি-১৫৬২