কোরআন ও হাদিসে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকারযে পদ্ধতিতে হজ করা উত্তম২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববী
No icon

অতিরিক্ত প্রশ্ন ও সম্পদ অপচয় করা

মুগিরাহ বিন সাঈদ থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: থেকে বর্ণিত, তিনি বলেন : আল্লাহ তায়ালা তোমাদের ওপর হারাম করেছেন, মা-বাবার নাফরমানি করা, কন্যাসন্তানকে জীবিত কবর দেয়া, সৎ পথে দান বন্ধ করা এবং দাও দাও বলাকে (বেশি বেশি চাওয়া)। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন যে, বলা হয়েছে, বলেছে, (এরূপ বলা) এবং অতিরিক্ত প্রশ্ন করা ও সম্পদ অপচয় করা।
-বুখারি-৫৯৭৫, মুসলিম-৫৯৩, আবু দাউদ-১৫০৫, আহমাদ-১৭৬৭৩