মুগিরাহ বিন সাঈদ থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: থেকে বর্ণিত, তিনি বলেন : আল্লাহ তায়ালা তোমাদের ওপর হারাম করেছেন, মা-বাবার নাফরমানি করা, কন্যাসন্তানকে জীবিত কবর দেয়া, সৎ পথে দান বন্ধ করা এবং দাও দাও বলাকে (বেশি বেশি চাওয়া)। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন যে, বলা হয়েছে, বলেছে, (এরূপ বলা) এবং অতিরিক্ত প্রশ্ন করা ও সম্পদ অপচয় করা।
-বুখারি-৫৯৭৫, মুসলিম-৫৯৩, আবু দাউদ-১৫০৫, আহমাদ-১৭৬৭৩