মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্তআল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে হোটেল-রিসোর্ট বানাচ্ছে মিসরইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাক
No icon

মৃত্যুর পরও সাওয়াব যেসব কাজে


আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, মু’মিনের ইন্তেকালের পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সাওয়াব তার কাছে সবসময় পৌঁছতে থাকবে, তার মধ্যে- ১. ‘ইলম বা জ্ঞান- যা সে শিখেছে এবং প্রচার করেছে; ২. নেক সন্তান- যাকে সে দুনিয়ায় রেখে গেছে; ৩. কুরআন- যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে; ৪. মসজিদ- যা সে নির্মাণ করে গেছে; ৫. মুসাফিরখানা- যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে; ৬. কূপ বা ঝরনা- যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং ৭. দান-খয়রাত- যা সুস্থ ও জীবিতাবস্থায় তার ধনসম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সাওয়াব তার কাছে পৌঁছতে থাকবে।
-ইবনে মাজাহ-২৪২, সহিহ তারগিব-৭৭, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং-২৫৪