২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

মৃত্যুর পরও সাওয়াব যেসব কাজে


আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, মু’মিনের ইন্তেকালের পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সাওয়াব তার কাছে সবসময় পৌঁছতে থাকবে, তার মধ্যে- ১. ‘ইলম বা জ্ঞান- যা সে শিখেছে এবং প্রচার করেছে; ২. নেক সন্তান- যাকে সে দুনিয়ায় রেখে গেছে; ৩. কুরআন- যা সে উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে; ৪. মসজিদ- যা সে নির্মাণ করে গেছে; ৫. মুসাফিরখানা- যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে; ৬. কূপ বা ঝরনা- যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য এবং ৭. দান-খয়রাত- যা সুস্থ ও জীবিতাবস্থায় তার ধনসম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সাওয়াব তার কাছে পৌঁছতে থাকবে।
-ইবনে মাজাহ-২৪২, সহিহ তারগিব-৭৭, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং-২৫৪