২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

অতিবৃষ্টিতে দোয়া পড়া সুন্নত

অতিরিক্ত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন সময় আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি দোয়া করতেন। তা হলো―

«اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ، وَالظِّرَابِ»

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। 

অর্থ : ‘হে আল্লাহ, বৃষ্টি আমাদের ওপর থেকে আশপাশের অঞ্চলে সরিয়ে দিন, পাহাড়-মরু, খাল-বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নিন।’

উপকার : আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে দুই হাত উঁচিয়ে এই দোয়া করেছেন। (বুখারি, হাদিস : ১০১৩)