মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্তআল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে হোটেল-রিসোর্ট বানাচ্ছে মিসরইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাক
No icon

অতিবৃষ্টিতে দোয়া পড়া সুন্নত

অতিরিক্ত বৃষ্টিপাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন সময় আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য। রাসুল (সা.) অতিবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটি দোয়া করতেন। তা হলো―

«اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلا عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ، وَالظِّرَابِ»

উচ্চারণ : আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। 

অর্থ : ‘হে আল্লাহ, বৃষ্টি আমাদের ওপর থেকে আশপাশের অঞ্চলে সরিয়ে দিন, পাহাড়-মরু, খাল-বিল ও বনাঞ্চলের দিকে সরিয়ে নিন।’

উপকার : আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) অতিবৃষ্টি থেকে বাঁচতে দুই হাত উঁচিয়ে এই দোয়া করেছেন। (বুখারি, হাদিস : ১০১৩)