ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের জড়িয়ে ধরলেন ফারহানআগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত
No icon

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এখন থেকে ওমরাহ পালন করতে যাওয়ার আগে যাত্রীদের বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট ক্রয় করতে হবে।

সব দেশ ও সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে— গত সপ্তাহে সাঈদ মিরান নামে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ওমরার জন্য সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে দুবাই বিমানবন্দরে যান। কিন্তু তাকে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে থামিয়ে দেওয়া হয় এবং রিটার্ন টিকিট দেখাতে বলা হয়।

মিরান জানান, তার ওমরাহ ভিসা আছে এবং তিনি মক্কায় কয়েক দিন অবস্থান করবেন। এরপর যদি সময়সূচি মেলে তাহলে মদিনায়ও যাবেন। এ জন্য তিনি রিটার্ন টিকিট কাটেননি। কিন্তু দুবাই বিমানবন্দরে তাকে জানানো হয়, রিটার্ন টিকিট আগেই কাটতে হবে।

মিরানের কথায়, ‘আমি ভেবেছিলাম মদিনায় কয়েক দিন থেকে এরপর ফিরে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেব। কিন্তু আমি যখন চেক-ইনে গেলাম, তারা জানাল— রিটার্ন টিকিট না কাটা পর্যন্ত আমাকে বোর্ডিং পাস দেওয়া হবে না। তখন কাউন্টার বন্ধ হওয়ার সময়। হাতে মাত্র কয়েক মিনিট সময় আছে। এরপর অনলাইনে রিটার্ন টিকিট কাটতে আমার আধা ঘণ্টা সময় লাগল। তারপর আমাকে চেক-ইন দেওয়া হলো।’

প্রতিবেদন মতে, আমিরাতের ট্রাভেল অপারেটররা জানিয়েছেন, এয়ারলাইনস ও সৌদি কর্তৃপক্ষ ওমরাহ যাত্রীদের ভ্রমণের তারিখ সম্পর্কে নিশ্চিত হতে নিয়মে কড়াকড়ি আরোপ করেছে।তারা বলেছেন, সব ধরনের ভিসা এবং সব দেশের নাগরিকের জন্যই রিটার্ন টিকিটি বাধ্যতামূলক করা হয়েছে।