পিতা-মাতা মানুষের জীবনের প্রথম আশ্রয়, নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতীক। শৈশবের অসহায় দিনগুলোতে তাদের স্নেহ, যত্ন ও দোয়ায়ই গড়ে ওঠে মানুষের জীবন। ইসলামে তাই পিতা–মাতার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং ইমানি কর্তব্য। এই মহান দায়িত্বের শিক্ষা দিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি হৃদয়স্পর্শী দোয়া শিখিয়েছেন—
رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا
উচ্চারণ: ‘রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।
অর্থ: ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল: ২৪)
