কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরবৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরপবিত্র কাবা শরীফ থেকে তিন কিলোমিটার দূর গেলো তারাবির নামাজের কাতার
No icon

কঠিন কাজ সহজ হওয়ার দোয়া

অনেক সময় মানুষ কাজের চাপে দিশেহারা হয়ে যায়। অস্থিরতা ও টেনশনে স্থির থাকতে পারে না। সে সময় মহান আল্লাহ সাহায্য ছাড়া শারীরিক, আত্মিক কিংবা মানসিক প্রশান্তি পাওয়ার কোনো উপায় নেই। তাই কাজ যত কঠিনই হোক না কেন মহান আল্লাহর সাহায্য খুবই জরুরি। এ সম্পর্কে হাদিসের বিখ্যাত গ্রন্থ ইবনে হিব্বানে একটি দোয়া এসেছে।

কঠিন কাজ সহজ হওয়ার এ দোয়াটি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। দোয়াটি হলো-


اللَّهُمَّ لا سَهْلَ إِلا مَا جَعَلْتَهُ سَهْلا، وَأَنْتَ إِنْ شِئْتَ جَعَلْتَ الْحَزَنَ سَهْلا উচ্চারণ : আল্লাহুম্মা, লা সাহলা ইল্লা মা ঝাআলতাহু সাহলান। ওয়া আনতা ইন শিইতা ঝাআলতাল হাযানা সাহলান।
অর্থ : হে আল্লাহ! আপনি যা সহজ করেন তা ছাড়া কিছুই সহজ নয়। আর আপনি ইচ্ছা করলে খুব কঠিন কাজও সহজ করেন।(ইবনে হিব্বান)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জীবনের কঠিন মুহূর্তে প্রশান্তি পেতে এবং কঠিন কাজ সহজে করতে এ দোয়াটি বেশি বেশি পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে কঠিন কাজে, কঠিন মুহূর্তে হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন।