স্পেনের কর্ডোভায় অবস্থিত ঐতিহাসিক মসজিদ-ক্যাথেড্রাল অগ্নিকাণ্ডের পর পুনরায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। নগরীর মেয়র জানিয়েছেন, আগুনে স্থাপনাটির ক্ষতি সীমিত আকারে হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া
পবিত্র এ স্থানটি এখন বিলাসবহুল মেগা-রিসোর্টে রূপান্তরিত করছে মিসর। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই পর্বত ইসলাম ধর্মের পাশাপাশি খ্রিস্টান এবং ইহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয় যে এখানেই হযরত মুসা ঐশ্বরিক
নো ব্যক্তি ৪৮ মাইল (৭৭.২৩২ কিলোমিটার) রাস্তা অতিক্রম করে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে নিজের শহর থেকে বের হলে ইসলামি শরিয়তের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়। মুসাফির গণ্য হওয়ার জন্য সফর পরিমাণ দূরত্ব অতিক্রম করা জরুরি
মানুষের জীবনে স্মৃতিশক্তি একটি অনন্য নেয়ামত। পড়াশোনা, কাজকর্ম, ইবাদত সব ক্ষেত্রেই শক্তিশালী স্মৃতি কাজে লাগে। অনেক সময় আমাদের স্মৃতি দুর্বল হয়ে যায়। ভুলে যাওয়া, মনোযোগ হারিয়ে ফেলা কিংবা মুখস্থ না রাখতে পারা ইত্যাদি আমাদের জন্য
প্রশ্ন: ফজরের সময় ঘুম না ভাঙার কারণে ফজরের নামাজ কাজা হলে এই কাজা নামাজ কখন পড়ব?
উত্তর: ঘুমিয়ে থাকার কারণে ফজরের নামাজ যদি সময়মতো না পড়তে পারেন, তাহলে ঘুম ভাঙার পর সূর্য পুরোপুরি উদিত হয়ে যাওয়ার
শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সাইয়েদুল ইস্তেগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে জান্নাত লাভ করবে। (সহিহ বুখারি)
সাইয়েদুল
আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একদিন মসজিদে ঢুকলেন, তখন একজন সাহাবি এসে নামাজ আদায় করলেন। তারপর তিনি এসে নবিজিকে (সা.) সালাম করলেন। নবিজি সালামের জবাব দিয়ে বললেন, আবার গিয়ে নামাজ আদায় করো, তুমি
অহংকার একটা মারাত্মক ব্যধি। অংকারী ব্যক্তিকে দুনিয়ার মানুষ পছন্দ করে না, আল্লাহ তাআলাও পছন্দ করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী। (সুরা নিসা: ৩৬)
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন,