কোরআন ও হাদিসে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকারযে পদ্ধতিতে হজ করা উত্তম২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববী
No icon

যেসব অবস্থায় মানুষ মুমিন থাকে না

মানুষ ৪ অবস্থায় মুমিন থাকে না। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে বিষয়গুলো তুলে ধরেছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

১. لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ

যিনাকারী যখন যিনায় লিপ্ত হয় তখন সে মুমিন থাকে না।

২. وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ

মদ্যপায়ী যখন মদ পান করে তখন সে মুমিন থাকে না।

৩. وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ

চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না এবং

৪. وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ وَهُوَ مُؤْمِنٌ

ছিনতাইকারী যখন এমনভাবে ছিনতাই করে যে, তার দিকে মানুষ অসহায় হয়ে তাকিয়ে থাকে; তখন সে মুমিন থাকে না। (বুখারি ৬৭৭২)

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনার কারণে মানুষের ঈমানের জ্যোতি বা আলো দূর হয়ে যায়।

এভাবে মানুষ যখন অন্যায়-অপরাধ ও বিভিন্ন পাপাচারে লিপ্ত হয় তখন তার থেকে ঈমান দুর্বল হয়ে যায়। মন শক্ত হয়ে যায়। ইসলাম থেকে ধীরে ধীরে দূরে সরে যায়। তাই মুমিন মুসলমানের উচিত, দুনিয়ার জীবনে সব পাপাচার থেকে দূরে থাকা। ঈমানকে মজবুত করা। কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের আলোকে উল্লেখিত কাজগুলো থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন।