বাংলাদেশের বিখ্যাত ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী জর্ডানের আম্মানে অনুষ্ঠিতব্য হাশেমিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন। তিনি ৩১তম আসরের সম্মানিত বিচারক হিসেবে শুক্রবার মরক্কো থেকে দুবাই হয়ে আম্মানের উদ্দেশ্যে রওনা হন।৩১ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার মূল আসর শুরু হবে। ১০০টি দেশের প্রতিযোগীর মধ্যে (অনলাইনে) প্রাথমিক বাছাইয়ের পর ৫০টি দেশের প্রতিযোগীকে সরাসরি অংশ নিতে জর্ডানে আমন্ত্রণ জানানো হয়েছে।২০১৭ সালে জর্ডানের এ প্রতিযোগিতায় আহমাদ বিন ইউসুফ আযহারী ইতিহাসে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নিয়ে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এ সফরের মাধ্যমে বিশ্বে লাল-সবুজের পতাকা আরও সমুন্নত হবে এবং দেশের সম্মান বৃদ্ধি পাবে।প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী ৮ এপ্রিল দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার ক্বারি মুহাম্মাদ ইউসুফের (রহ) বড় ছেলে। এছাড়া তিনি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট এবং মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক।