যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

কষ্ট-ক্লেশ ছাড়া জান্নাতে প্রবেশ


তোমরা কি মনে করেছ, এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে? অথচ তোমাদের আগে যারা ঈমানের পথে চলেছিল তাদের ওপর দিয়ে যে অবস্থা অতিবাহিত হয়েছিল, সে অবস্থা এখনো তোমাদের ওপর আসেনি। তাদের ওপর নেমে এসেছিল ক্ষুধা-দারিদ্র্য ও বিপদ-মুসিবত এবং তারা প্রকম্পিত ও বিচলতি হয়ে উঠেছিল। এমনকি সমকালীন রাসূল এবং তাঁর সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লøাহর সাহায্য কবে আসবে? তখন তাদের এই বলে সান্ত্বনা দেয়া হয়েছিল, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটেই। -সূরা আল-বাকারাহ, আয়াত-২১৪