২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ মালয়েশিয়ার সেলানগরে এ মসজিদের অবস্থান। এটি দেশটির বৃহত্তম মসজিদ। সেখানে মিসরের এক ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফি খোদাই করা আছে। মসজিদটির জানালার কাচগুলোও দৃষ্টিনন্দন। ইস্পাতের আবরণে ঢাকা এর গম্বুজগুলোয় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে।

এ মসজিদে একসঙ্গে ২৪ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।