যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ মালয়েশিয়ার সেলানগরে এ মসজিদের অবস্থান। এটি দেশটির বৃহত্তম মসজিদ। সেখানে মিসরের এক ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফি খোদাই করা আছে। মসজিদটির জানালার কাচগুলোও দৃষ্টিনন্দন। ইস্পাতের আবরণে ঢাকা এর গম্বুজগুলোয় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে।

এ মসজিদে একসঙ্গে ২৪ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।