ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাকঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফ
No icon

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ

সুলতান সালাহউদ্দিন আবদুল আজিজ শাহ মসজিদ মালয়েশিয়ার সেলানগরে এ মসজিদের অবস্থান। এটি দেশটির বৃহত্তম মসজিদ। সেখানে মিসরের এক ক্যালিগ্রাফারের ক্যালিগ্রাফি খোদাই করা আছে। মসজিদটির জানালার কাচগুলোও দৃষ্টিনন্দন। ইস্পাতের আবরণে ঢাকা এর গম্বুজগুলোয় পবিত্র কোরআনের আয়াত খোদাই করা আছে।

এ মসজিদে একসঙ্গে ২৪ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।