২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

হাদিসের কথা

মিথ্যা মালিকানা দাবিদার
জুহাইর ইবনে হরব রা: ও আবুজর রা: থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সা:কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জেনেশোনে নিজের পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরি করল। আর যে ব্যক্তি এমন কোনো কিছুর দাবি করে, যা তার নয়, সে আমার দলের নয় এবং সে যেন তার ঠিকানা দোজখ বানিয়ে নেয়। আর যে কেউ কাউকে কাফের বলে সম্বোধন করলে বা আল্লাহর শত্রু বলে ডাকলে সম্বোধনকৃত ব্যক্তি যদি তদ্রƒপ না হয়, তাহলে ওই কুফরি সম্বোধনকারীর প্রতি প্রত্যাবর্তিত হবে। [মুসলিম : ১২১]