ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাকঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করেপবিত্র কাবাঘরে ১২০ কেজি স্বর্ণের নতুন গিলাফ
No icon

সঙ্কীর্ণতা ও ঈমান একত্র হয় না

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘আল্লাহর রাস্তায় (জিহাদের) ধূলি ও জাহান্নামের ধোঁয়া কোনো বান্দার মধ্যে কখনো একত্র হতে পারে না। অনুরূপভাবে মনের সঙ্কীর্ণতা ও ঈমানও কোনো বান্দার মধ্যে কখনো একত্র হতে পারে না।’
-নাসায়ি, ইবনে মাজাহ, আদাবুল মুফরাদ-২৮১