২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

মানুষের দৃষ্টি আকর্ষণে সালাতকে সুন্দর করা গোপন শিরক

মাহমুদ বিন লাবিদ রা: থেকে বর্ণিত- তিনি বলেন, একদা নবী সা: বের হয়ে এসে বললেন, হে লোক সকল! তোমরা গোপন শিরক থেকে সাবধান! তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! গোপন শিরক কী? তিনি বললেন,এক ব্যক্তি সালাতে দণ্ডায়মান হবে অতঃপর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ইচ্ছাকৃতভাবে তার সালাতকে সুন্দর করবে। আর এটিই হলো গোপন শিরক। (ইবনু খুজায়মা সহিহ গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন) -সহিহ তারগিব ওয়াত তাহরিব : ৩১