আল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে হোটেল-রিসোর্ট বানাচ্ছে মিসরইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাকঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়াআল্লাহর জিকির মুমিনকে শক্তিশালী করে
No icon

জুমার দিন নারীরা জোহর কখন পড়বেন?

জুমার নামাজে অংশগ্রহণ নারীদের জন্য আবশ্যক নয়। হাদিসের দিকনির্দেশনায় নারীদের জুমা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তবে নারীদের জন্য জুমার নামাজ পড়া নিষেধ নয়। কিন্তু জুমার দিন নারীরা কখন জোহরের নামাজ পড়বে? তারা কি পুরুষের জুমার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে?

নারীদের জন্য জুমার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করার কোনো দরকার নেই। যেহেতু জুমার নামাজ নারীদের ওপর আবশ্যক নয়। তাই তারা জুমার নামাজের খুতবা কিংবা নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবে না। বরং যখনই জুমার আজান হবে অর্থাৎ ওয়াক্ত হয়ে যাবে, তখনই নারীরা জোহরের নামাজ আদায় করে নেবে।আর যদি নারীরা কোনোভাবে জুমার নামাজে অংশগ্রহণ করে তবে নারীরা জুমার নামাজের জন্য অপেক্ষা করবেন এবং ইমামের সঙ্গে জুমার নামাজ আদায় করবে।নারীরা যদি জুমার নামাজে অংশগ্রহণ করে তবে তাদের আর জোহর নামাজ আদায় করতে হবে না। জুমার নামাজ আদায়ে তাদের জোহর আদায় হয়ে যাবে।