ওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের জড়িয়ে ধরলেন ফারহানআগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত
No icon

ভুল সময়ে ইফতার করে ফেললে করণীয় কী?

ইসলামের পরিভাষায় রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় ও যৌনমিলন থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণরেখা থেকে উষার শুভ্ররেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়। অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ কোরো। (সুরা বাকারা: ১৮৭)

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে অসাবধানতার কারণে বা সময়ের ব্যাপারে সঠিক জ্ঞান না থাকায় কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে। সুবহে সাদিক হওয়ার পর সাহরি খেলে বা সূর্যাস্ত হয়েছে ভেবে । রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তবে এ সব কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না।রোজা থাকার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না। তবে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে রোজা ভেঙে যাবে।