ক্ষমাকারীদের আল্লাহপাক ভালোবাসেন ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলওমরাহ যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের জড়িয়ে ধরলেন ফারহানআগামী রমজানের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
No icon

রমজানে ওমরাহ ব্যয় নিয়ে শঙ্কা, খরচ বাড়তে পারে তিন গুণ

চলতি বছরের রমজান মাসে ওমরাহ পালনের পরিকল্পনা করা মুসল্লিদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান ব্যয়। ট্যুর অপারেটররা সতর্ক করে জানিয়েছেন, এখনই বুকিং সম্পন্ন না করলে রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ওমরাহ প্যাকেজের দাম দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।

রবিবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, রমজান মাসে মক্কা ও মদিনায় বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এ সময় পরিবহন ও হোটেল ভাড়ায় বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দেয়, যার সরাসরি প্রভাব পড়ে ওমরাহ প্যাকেজের খরচে।

ওমরাহ অপারেটরদের তথ্যানুযায়ী, বর্তমানে বাসযোগে ওমরাহ প্যাকেজের খরচ প্রায় এক হাজার ২০০ দিরহাম। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এই ব্যয় বেড়ে এক হাজার ৪০০ দিরহামে পৌঁছাতে পারে। রমজান যত ঘনিয়ে আসবে, এই খরচ দুই হাজার দিরহামের বেশি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অনেক যাত্রী শেষ মুহূর্তে কম দামের আশায় বুকিং বিলম্বিত করেন। কিন্তু রমজানের ব্যস্ত সময়ে হোটেল ও পরিবহন সীমিত হয়ে পড়ায় শেষ পর্যন্ত বেশি অর্থ ব্যয় করতে হয়।

অন্যদিকে বিমানযাত্রাসহ ওমরাহ প্যাকেজের দাম বর্তমানে শুরু হচ্ছে প্রায় তিন হাজার ৫০০ দিরহাম থেকে। রমজান শুরু হলে এই প্যাকেজের মূল্য পাঁচ হাজার ২০০ দিরহাম ছাড়িয়ে আট হাজার দিরহাম পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে রমজানের শেষ দশকে ওমরাহ পালনের খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ট্যুর অপারেটররা।

বিশ্লেষণে দেখা গেছে, উড়োজাহাজের টিকিটের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও হোটেল ভাড়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ। হারামের হাঁটা দূরত্বে অবস্থিত হোটেলগুলোর ভাড়া রমজানে দ্বিগুণ এবং শেষ ১০ দিনে তিন গুণ পর্যন্ত বেড়ে যায়।

এদিকে হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহ ভিসার সময়সীমাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৭ মার্চের পর ওমরাহ ভিসার আবেদন বন্ধ হবে। ভিসাধারীদের ২ এপ্রিলের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ১৮ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে।