কোরআন ও হাদিসে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকারযে পদ্ধতিতে হজ করা উত্তম২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববী
No icon

রমজানের কাজা রোজা আগে নাকি শাওয়ালের ৬ রোজা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজা রাখলো, এরপর শাওয়াল মাসে আরও ৬ দিন রোজা রাখলো সে ব্যক্তি যেন সারা বছর ধরে রোজা রাখলো। (মুসলিম ১১৬৪) কিন্তু কোনো ওজরবশত যদি রমজানের ফরজ রোজা কাজা হয়ে যায় তাহলে কি কাজা রোজা আগে রাখবে নাকি শাওয়ালের ৬ রোজা আগে রাখবে?

অবশ্যই রমজান মাসের ছুটে যাওয়ার রোজার কাজা রোজা আগে রাখতে হবে। তারপর শাওয়ালের ৬ রোজা রাখতে হবে। রমজানের কাজা রোজা রাখা হয়ে গেলে শাওয়ালের রোজা রাখতে পারবে।শাওয়ালের এ রোজা একাধারে যেমন রাখা যাবে তেমনি মাঝখানে বিরতি দিয়েও রাখা যাবে। তবে একাধারে বিরতিহীনভাবে রাখলে সওয়াব বেশি পাবে।তবে কেউ যদি শাওয়াল মাসে ৬ রোজা রাখতে না পারে তবে পরের মাসে এ রোজা কাজা করার নিয়ম নেই।