যেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় নাঅজুর সময় কথা বলা কি নাজায়েজ?কোরআনের চর্চা অব্যাহত রাখা আবশ্যকশাওয়ালের ছয় রোজার ফজিলতসৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
No icon

দুঃখের সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকার প্রতিদান

মুমিন বান্দার জন্য বিপদ-মুসিবত আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। যারা চরম বিপদে, দুঃসময়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, তাদের জন্য রয়েছে বিশেষ প্রতিদান। দুঃখের সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা বান্দাকে মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন।কঠিন দুঃসময়ে মুমিন বান্দা আল্লাহর প্রতি সন্তুষ্টি চিত্তে দৃঢ়কণ্ঠে বলে থাকেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ তাআলার কাছে বিপদের ধরণ অনুযায়ী সাওয়াবের আশা করেন।কোনো মুমিন বান্দা যখন আল্লাহর দেয়া মুসিবতকে হাসি মুখে মেনে নেয়, তখন ওই বান্দার জন্য বিপদের সমপরিমাণ প্রতিদান নির্ধারিত হয়ে যায়। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- নিশ্চয় মুসিবত তথা বিপদের বিনিময়ে বড় প্রতিদান (পুরস্কার) পাওয়া যায়। আর নিশ্চয়ই আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তার ওপর বিপদাপদ চাপিয়ে দেন। সুতরাং (বিপদের সময়) যে সন্তুষ্ট হবে, তার জন্য সন্তুষ্টি থাকবে; আর যে অসন্তুষ্ট হবে, তার জন্য (আল্লাহর পক্ষ থেকে) অসন্তুষ্টিই থাকবে। (তিরমিজি)

দুঃখের সময় মুমিন বান্দা আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করবে, হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা শিখিয়ে দিয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
১. যখন কোনো মুসলিম চরম বিপদে আক্রান্ত হয়; তারপর আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন তা বলে-
اِنَّا لِلَّهِ وَ اِنَّا اِلَيْهِ رَاجِعُوْنَ اَللَّهُمَّ اَجِرْنِىْ فِىْ مُصِيْبَتِىْ وَ اَخْلِفْ لِىْ خَيْرًا مِنْهَا উচ্চারণ :ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা। অর্থ :আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই ফিরে যাব। হে আল্লাহ! তুমি আমাকে আমার মুসিবতে সাওয়াব দান কর, আর আমার জন্য এর চেয়ে উত্তম বদলা দাও!। তাহলে আল্লাহ তাআলা তাকে আগের তুলনায় উত্তম প্রতিদান এবং বদলা দান করবেন।

২. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন বান্দাকে আরও শিখিয়েছেন যে, যখন সে কোনো বিপদগ্রস্ত লোককে দেখবে, তখন এ দোয়া করবে-
اَلْحَمْدُ لِلَّهِ الَّذِىْ عَافَانِىْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَ فَضَّلَنِىْ عَلَى كَثِيْرٍ مِّمَنْ خَلَقَ تَفْضِيْلَا উচ্চারণ :আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মানিবতালাকা বিহি; ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা। অর্থ :সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন; তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তখন তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে না। (তিরমিজি)

মুমিন বান্দা বিপদ-মুসিবতে ধৈর্য্যধারণের মাধ্যমে অন্যায় থেকে ফিরে থাকে গোনাহ থেকে মুক্তি পায়। আল্লাহর দরবারে সম্মানি হয়ে ওঠে। হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেন-
কোনো মুসলিম যখন কোনো কষ্টের মুখোমুখি হয়, তখন আল্লাহ তাআলা তার গোনাহগুলো এমনভাবে ঝেড়ে ফেলে দেন, যেমন গাছের পাতাগুলো ঝরে যায়।(বুখারি ও মুসলিম)