মানবতার মুক্তির দিশারী শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্তআল্লাহর সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে হোটেল-রিসোর্ট বানাচ্ছে মিসরইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাকজাহান্নামীদের শয্যা ও পোশাক
No icon

মিথ্যা মালিকানা দাবিদার

জুহাইর ইবনে হরব রা: ও আবুজর রা: থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সা:কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জেনেশোনে নিজের পিতার পরিবর্তে অন্য কাউকে পিতা বলে, সে কুফরি করল। আর যে ব্যক্তি এমন কোনো কিছুর দাবি করে, যা তার নয়, সে আমার দলের নয় এবং সে যেন তার ঠিকানা দোজখ বানিয়ে নেয়। আর যে কেউ কাউকে কাফের বলে সম্বোধন করলে বা আল্লাহর শত্রু বলে ডাকলে সম্বোধনকৃত ব্যক্তি যদি তদ্রƒপ না হয়, তাহলে ওই কুফরি সম্বোধনকারীর প্রতি প্রত্যাবর্তিত হবে। [মুসলিম : ১২১]