২১৫ বছর আগের মসজিদ রংপুরের প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ব্যবসায়িক পণ্যের জাকাত ইবাদত পালনকারীদের স্বাগত জানাতে প্রস্তুত মসজিদে নববীমৃত বাবা-মাকে স্বপ্নে দেখলে যা করবেনযেসব জায়গায় জুমার নামাজ শুদ্ধ হয় না
No icon

রোজাবস্থায় ভুলক্রমে পানাহার করলে রোজার কী হবে?

প্রশ্ন : রোজাবস্থায় ভুলক্রমে পানাহার করলে রোজা থাকবে কী? উত্তর :রোজাবস্থায় দিনের বেলায় ভুলক্রমে (রোজার কথা ভুলে গিয়ে) পানাহার বা রতিক্রিয়া করলে রোজার কোনো ক্ষতি হবে না; কাজা বা কাফফারা কিছুই লাগবে না।কারণ, অনিচ্ছাকৃত ভুল আল্লাহ মাফ করবেন। তবে রোজার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিতে হবে। মনে হওয়ার পর খেলে রোজা ভঙ্গ হবে এবং কাজা-কাফফারা উভয়টা আদায় করতে হবে।যেহেতু মনে হওয়ার পর ইচ্ছে করে করা হয়েছে; যা রোজা ভঙ্গের কারণ। আর ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে তার কাজা ও কাফফারা উভয়টা আদায় করতে হয়।কাজা হলো, একটি রোজার পরিবর্তে একটি; আর কাফফারা হলো, ষাটটি রোজা রাখা। সুতরাং একটি রোজার কাজা ও কাফফারা মিলে মোট একষট্টিটি রোজা। (দুররুল মুখতার, রদ্দুল মুহতার)।